ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

পরিবহন সংকট ও অতিরিক্ত যাত্রীর চাপে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী লেনে ১৫ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে এই সড়কে যান চলাচল ধীরগতিতে চলতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ায় যানজট তীব্র হয়। দুপুরের পর বৃষ্টিও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইমাম পরিবহনের চালক হাতেম আলী বলেন, দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে যানবাহন চলেছে। দিনে থেমে থেমে যানজট পর্যায়ক্রমে বড় আকার তৈরি হয়েছে। অন্যান্য চালকদের সঙ্গে যোগাযোগ করে দেখেছি, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে ভালুকার সীডস্টোর-আমতলী পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।
শ্যামলী বাংলা পরিবহনের বাসচালক সোহেল রানা বলেন, গাজীপুর থেকে মাওনা চৌরাস্তা উড়াল সেতু পৌঁছাতে ছয় ঘণ্টা সময় লাগছে। ময়মনসিংহ পৌঁছাতে কত সময় লাগবে আল্লাহ জানে।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুপুরের পর ভালুকা এলাকার সীডস্টোর মোড়সহ বিভিন্ন স্থানে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে। বৃষ্টির কারণে অনেক বাস যাত্রী তুলতে না পারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, এতে করে মোড়গুলোতে যানজট তৈরি হয়। হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।