নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ১

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ন, ০৯ জুন ২০২৫ | আপডেট: ২:৩৩ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর শিবপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী। 

সোমবার (৯ জুন) সকালে র‍্যাব-১১ নরসিংদীর সিনিয়র সহকারী পরিচালক জুয়েল রানা সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আটককৃত ব্যক্তি ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চউড়া গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে মো. মানিক মিয়া (৪৮)।

এসময় তার কাছ থেকে ৯ হাজার ৭ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক জুয়েল রানা জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই রোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, সন্ত্রাসী ও আসামি গ্রেপ্তার সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার কারারচর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এপেইস ফিলিং স্টেশনের সামনে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার সন্দেহ হলে ওই প্রাইভেটকারটিতে র‍্যাব তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের ডান পাশের দরজার মধ্যে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৯৭৫০ (নয় হাজার সাতশ পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক কারবারি মো. মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে একজন পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে এইভাবে নরসিংদী সহ আশপাশের জেলায় মাদক বিক্রি করে আসছে। পরে মাদক বহনকারী প্রাইভেটকারটি জব্দসহ শিবপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।