পরীক্ষা কেন্দ্রে মা, বাইরে অপেক্ষায় ৩ মাস বয়সী মাইশা

Sadek Ali
এম.এ. কিবরিয়া
প্রকাশিত: ২:১০ অপরাহ্ন, ২৬ জুন ২০২৫ | আপডেট: ৪:৩৩ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাত্র তিন মাস বয়সী শিশু সন্তানকে কেন্দ্রের বাইরে রেখে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বসেছেন মা শরীফা আক্তার পলি।

বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেন তিনি। ফলে কেন্দ্রের বাইরে নানির কোলে বসে মায়ের অপেক্ষায় ছিল শিশু রাইশা।

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন শরীফা আক্তার পলি। ফলে মা যখন পরীক্ষা দিতে ব্যস্ত, তখন কেন্দ্রের বাইরে নানি জাহানারা বেগমের কোলে ছিল শিশু মাইশা।

ছোট্ট শিশুকে কোলে নিয়ে বসে থাকার বিষয়ে জানতে চাইলে জাহানারা বেগম বলেন, “আমার মেয়ে শরীফা আক্তার পলি ভেতরে পরীক্ষা দিচ্ছে। তাই তার বাচ্চাকে আমি কোলে নিয়ে এখানে অপেক্ষা করছি। কারণ ছোট্ট বাচ্চা ক্ষুধায় যেকোনো সময় কান্নাকাটি করতে পারে৷

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ

এ বিষয়ে শেরপুর সরকারি কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর উত্তম কুমার নন্দী ‘বাংলাবাজার পত্রিকা’কে বলেন, “ছোট শিশু নিয়ে পরীক্ষা দিলেও পরীক্ষার্থীদের কোনো ধরনের সহযোগিতার নিয়ম নীতিমালায় নেই। তবে অনেক সময় দায়িত্বরত কর্মকর্তা মানবিকতার জন্য বাচ্চাকে খাওয়ানোর সুযোগ সুবিধা দেওয়া হয়।