রামগতির চর পোড়াগাছায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে জামায়াতের কর্মীরা

রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে সম্প্রতি চলমান জলাবদ্ধতা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় এলাকার সাধারণ মানুষ যখন কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এগিয়ে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মীরা।
শুক্রবার সকাল থেকে চর পোড়াগাছার বিভিন্ন জলাবদ্ধ এলাকায় স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেন দলটির নেতাকর্মীরা। নালার পানি চলাচলের পথ পরিষ্কার, মাটি সরিয়ে পানি নিষ্কাশনের পথ তৈরি এবং জনসাধারণকে সহায়তা করা এসব কার্যক্রমে তারা অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: দেশ শান্ত থাকলে যাদের মন খারাপ হয় তারাই পিআর চায়: ড. মনিরুজ্জামান
এ বিষয়ে জামায়াতের স্থানীয় এক নেতা বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। এলাকার মানুষ কষ্টে থাকলে চুপ করে বসে থাকা আমাদের দায়িত্ব নয়। সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি জলাবদ্ধতা দূর করতে।”
এ ধরনের মানবিক কর্মকাণ্ড এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই জানান, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
আরও পড়ুন: এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই: খোকন
এলাকার একজন বাসিন্দা বলেন, “জামায়াতের ছেলেরা যেভাবে এগিয়ে এসেছে, তা সত্যিই অনুকরণীয়। সরকারিভাবে বা ইউনিয়ন পরিষদ থেকে এখনও তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে এভাবে সবাই যদি একসাথে কাজ করে, তাহলে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থার অভাবে চর পোড়াগাছার বেশ কয়েকটি গ্রাম জলাবদ্ধতার শিকার হয়েছে।