মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিবাদে রাবিতে শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলনের মানববন্ধন

Sadek Ali
রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ২:৫২ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদা না দেওয়ায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করে যুবদলের কর্মীরা। এই নির্মম ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলন।

শনিবার (১২ জুলাই) বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা মানববন্ধন কর্মসূচিটি পালন করে। 

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এসময় রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, ‘গত ৯ই জুলাই একজন যুবদল নেতা কর্তৃক আরেক যুবদল নেতা খুন হয়েছেন। এছাড়াও জুলাই পরবর্তী সময়ে চাঁদাবাজি, ধর্ষণ ও মানুষ হত্যার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশে সরকার, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের কাজ কী? সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে, জনগণের টাকায় এসি রুমে বসে তাদের কাজ কী?’

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তাকে অতি দ্রুত ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে এসব অরাজকতা মেনে নেওয়া হবে না।’

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ বলেন, ‘২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। কেউ যদি নতুন করে হাসিনা বা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে, তবে তাকে দেশ ছেড়ে পালাতে হবে। এখনই সময়, নব্য ফ্যাসিবাদের লাগাম টেনে ধরার।’

এসময় মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।