পিরোজপুরে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আটক

পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা সহ-সভাপতি মোঃ ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার করা সেই মুজাহিদ গ্রেপ্তার
আটককৃত রায়হান (৩৫) বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক পদে চাকরির আড়ালে অবস্থান করছিলেন। তিনি ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে।
রায়হান দীর্ঘদিন ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ে চাকরির আড়ালে থেকে তিনি গোপনে নিষিদ্ধ সংগঠনের হয়ে সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক তৎপরতা চালিয়ে আসছিলেন।
আরও পড়ুন: সিলেটে এবার উৎমাছড়া পর্যটনকেন্দ্রের দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম জানান মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পুলিশ রায়হানকে আটক করেছে। তার রাজনৈতিক কোনো কর্মকাণ্ড সম্পর্কে আমি অবগত ছিলাম না। এখন যেহেতু তিনি পুলিশ হেফাজতে আছেন, আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন “রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ ছাত্রজনতার উপর হামলা ও ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করেছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
রায়হানের আটকের খবর পেয়ে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।