ভারত সীমান্তে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:৫৭ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে অনুপ্রবেশকালে আটক হওয়া বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে। আটক ওই কর্মকর্তা হলেন মোহাম্মদ আরিফুজ্জামান, যিনি ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত এপিবিএন-২-এর সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করতেন।

ভারতের বিএসএফ জানায়, শনিবার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুজ্জামান গত বছরের অক্টোবরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সাময়িক বরখাস্ত হন এবং তখন থেকে তিনি পলাতক ছিলেন।

আটকের সময় তার কাছে পাওয়া পরিচয়পত্রে দেখা যায় তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তবে তিনি কেন ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন তা এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন কাকডাঙ্গা বিজিবির সুবেদার কামরুজ্জামান।