চলনবিলের বুকে কবিতা-সাহিত্য আড্ডা, গুণীজন সম্মাননা
চলনবিলের মনোমুগ্ধকর পরিবেশে কবিতা পাঠ, সাহিত্য আড্ডা ও স্মৃতিচারণের মাধ্যমে এক ব্যতিক্রমী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে নাটোরের স্বেচ্ছাসেবী সংগঠন 'অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ'।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
এই আয়োজনে একঝাঁক নবীন ও প্রবীণ কবি, সাহিত্যিক, লেখক এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। নৌকাযোগে তারা চলনবিলের কুন্দইল, তিশিঘালী, বিলশা এবং ১০ নম্বর ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এস. এম. রাজু আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব-এর সঞ্চালনায় আয়োজিত এই সাহিত্য আসরে প্রবীণ কবি আবুল হোসেন, আজাহার আলী, বাকি বিল্লাহ রশিদী, জুলহাজ কায়েম এবং তরুণ কবি সামাউন ও রনজু রাহাতসহ অনেকে স্বরচিত কবিতা পাঠ করেন।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সাহিত্য আড্ডা শেষে পরিষদের পক্ষ থেকে তিন প্রবীণ কবির হাতে গুণীজন সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
এই ধরনের ব্যতিক্রমী আয়োজন চলনবিলের সাহিত্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে বলে মনে করছেন আয়োজকরা।





