হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ

Sadek Ali
নুরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:১৯ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার রোধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একদিনের বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিয়ার, বাসমতি চাল, ফুচকা আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকার কসমেটিকস এবং চোরাচালানী পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। যার সম্মিলিত সিজার মূল্য প্রায় ৫৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট- সাতছড়ি, রোডের তেলিয্যপাড়া এলাকায গতকাল ২৬ আগস্ট ২০২৫ বিজিবির একটি বিশেষ টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় উক্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকসসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করে, যার সিজার মূল্য প্রায় ৫৩ লক্ষ ৩২ হাজার ৮০০ টাকা।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এছাড়াও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ এবং মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ১১ বোতল ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার করে, যার সিজার মূল্য ৪৪ হাজার ৭৫০ টাকা।

অপর দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন গুটিবাড়ী এবং কাকমারাছড়া বিওপির পৃথক অভিযানে ২২ বোতল ভারতীয় মদ, ফুচকাসহ বিপুল সংখ্যক আতশবাজি জব্দ করে, যার সিজার মূল্য ৮৮ হাজার ৩০০ টাকা।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

এসকল সফল অভিযানের ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকাকে মাদক ও চোরাচালান মুক্ত করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। দেশ ও যুবসমাজকে রক্ষা করার জন্য সকল প্রকার মাদক ও মাদক ব্যবসাযীদের বিরুদ্ধে সীমান্ত এলাকায় আমাদের অপারেশন পরিচালিত হচ্ছে। যার সফলতার প্রমাণ নিয়মিত ভাবে সীমান্ত এলাকায় মাদক জব্দ। আমরা এসব মাদকের গড ফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে।