নাসিরনগরে ব্যবসায়ীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা

নাসিরনগরে ৩ সেপ্টেম্বর সকালে মো. আলম মিয়া (৫৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ নিজ বসত ঘর থেকে উদ্ধার করেছে প্রতিবেশীরা। ধারণা করা হচ্ছে ২ সেপ্টেম্বর রাতের কোনো এক সময় দুষ্কৃতিকারীরা ঘরে ঢুকে ডাকাতি শেষে তাকে হত্যা করে রেখে ফেলে চলে গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের টিন রডের ব্যবসায়ী হাজী আলম মিয়া (৫৮)। বাড়ি ফান্দাউক গ্রামের মুন্সীপাড়া এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, ১ম স্ত্রী মারা যাওয়ার পর ২য় বিয়ে করেছিলেন আলম মিয়া। বনিবনা না হওয়ায় ২য় স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। ২ মেয়ে ১ ছেলে রয়েছে তার। ছেলে-বউ নিয়ে থাকে সিলেটে। ২ মেয়ের বিয়ে দিয়ে বাড়িতে একা থাকতেন আলম মিয়া। প্রতিদিনের মত ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আলম মিয়া।
আরও পড়ুন: দেশ শান্ত থাকলে যাদের মন খারাপ হয় তারাই পিআর চায়: ড. মনিরুজ্জামান
প্রতিবেশীরা সকালে কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের সামনে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা, রক্তাক্ত দেহ পড়ে আছে ঘরে। দেখা যায়, ঘরের টিন কাটা। ধারণা করা হচ্ছে এই টিন কাটার অংশ দিয়েই প্রবেশ করেছে দুষ্কৃতিকারীরা। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে নাসিরনগর থানার পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির ঘটনা হতে পারে, চুরি করার এক পর্যায়ে হয়তো ওনাকে হত্যা করেছে। তবে অপর একটি পক্ষ বলছে পারিবারিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার এমন মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই: খোকন