সিলেটে বিজিবির অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ

Sadek Ali
সাইফুল ইসলাম বাবু,জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৫৭ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অভিযানে জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগন্জ উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদক সহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপন্য আটক করেছে বিজিবি। 

শুক্রবার ১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়,  গত ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি'র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে  কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় আই বল চকলেট ৩,৯০০ পিস, কিটক্যাট চকলেট ৫০৪ পিস, ডেইরী মিল্ক চকলেট ৩৯,৩৬০ পিস এবং চোরাচালানী কাজে ব্যবহৃত ০১ টি টাটা পিকআপ আটক করে। বিজিবি জানায়  আটককৃত চকলেট ও পিকআপ এর সিজারমূল্য ২৭,৮৮,১৪০/- (সাতাশ হাজার আটাশি লক্ষ একশত চল্লিশ) টাকা সমপরিমাণ । 

আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

 এছাড়াও পরের দিন   ৫ই সেপ্টেম্বর ২০২৫ তারিখ জৈন্তাপুর, লালাখাল, গুয়াবাড়ী, ও লক্ষীবাজার বিওপি’র একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর ও জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ৪৭ বোতল, গরু ৬ টি, জিরা ২৩৯ কেজি এবং বেটনোভেট ক্রিম ৫,০৪০ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সিজারমূল্য ১৪,৭৩,৮০০/- (চৌদ্দ লক্ষ তেয়াত্তর হাজার আটশত) টাকা সমপরিমাণ বলে জানায় বিজিবি । 

বিজিবি সূত্রে আরো জানা যায়,  উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪২,৬১,৯৪০ (বিয়াল্লিশ হাজার একষট্টি হাজার নয়শত চল্লিশ) টাকা সমপরিমাণ ।

আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানের ব্যাপক গণসংযোগ

এ বিষয়ে  জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন,  সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ভারতীয় ঔষধ কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।