পাবনায় জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইদের সংঘর্ষ, নিহত ১

পাবনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ ঘটে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাউফলে মা-মেয়েকে কুপিয়ে আহত করার অভিযোগ
নিহত যুবকের নাম আবু বকর মন্ডল (৪০)। তিনি একই গ্রামের লবু মন্ডলের ছেলে এবং ইটভাটার শ্রমিক ছিলেন। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আব্দুল আজিজ মন্ডল, যিনি একই এলাকার কবির মন্ডলের ছেলে। আহত আজিজকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, আর মৃত আবু বকরকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, আবু বকর ও আজিজের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতের ঝগড়ার সময় দুই পক্ষের মধ্যে *টেঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে িএবং আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।