তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এতে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীতমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ ফেসবুক পোস্টে জানিয়েছে, শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় দিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
যানবাহনের বিকল্প চলাচলের জন্য ডিএমপি কয়েকটি ডাইভারশন নির্দেশনা দিয়েছে—
১. উত্তরার দিক থেকে আসা যানবাহন আমতলী হয়ে গুলশান-১-এ যেতে চাইলে কাকলীতে বামে টার্ন নিয়ে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবে।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
২. জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে আমতলী-গুলশান-১মুখী যানবাহন বনানী কবরস্থানের সামনে (ছোট যানবাহন) বা আর্মি স্টেডিয়ামের সামনে ইউটার্ন নিয়ে গুলশান-২ হয়ে গন্তব্যে যেতে পারবে।
৩. উত্তরের দিক থেকে আসা যানবাহন মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেটে যেতে পারবে।
৪. জাহাঙ্গীর গেট থেকেও ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া যাবে।
শিক্ষার্থীদের এই অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট বেড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।