দুর্গাপূজাকে ঘিরে মাধবপুরে জমজমাট কেনাকাটা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। উৎসবকে ঘিরে হবিগঞ্জের মাধবপুরে ক্রমেই জমে উঠছে কেনাকাটা।
প্রতিবছরের মতো এবারও পূজাকে কেন্দ্র করে বাজারে বইছে উৎসবের হাওয়া। মার্কেটগুলোতে ইতোমধ্যে বেড়েছে ক্রেতার ভিড়। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে আগেভাগে কেনাকাটার আগ্রহ বেশি। তারা বলছেন, শেষ সময়ের ভিড় এড়াতেই এখনই বাজার সেরে ফেলছেন।
আরও পড়ুন: জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, এনসিপি নেতা গ্রেফতার
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) মাধবপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বিক্রির পরিমাণ আগের চেয়ে অনেকটা বেড়েছে। বৈরী আবহাওয়ার মাঝেও দোকানগুলোতে রয়েছে ব্যাপক ক্রেতা উপস্থিতি।
অন্যদিকে, বিক্রেতারা বলছেন আগের চেয়ে এ সপ্তাহে বিক্রিও বেশ বেড়েছে। কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায়, জিন্স প্যান্ট ৬০০ টাকা থেকে ১২০০ টাকা, ড্রপ শোল্ডার টি-শার্ট ৪০০ থেকে ৫০০ টাকা, শার্ট ৫০০ থেকে ১০০০ টাকা, টি-শার্ট ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কসমেটিকস ও জুতার দোকানেও ভালো বিক্রি লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণ, দগ্ধ ৮ মাদ্রাসাছাত্রী
ক্রেতা সুজিত রায় বলেন, পূজায় পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করব, তাই পছন্দমতো কেনাকাটা করছি। নিপুণ বিশ্বাস জানান, দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব। তাই প্রতিবছরের মতো এবারও পরিবারের সবার জন্য কেনাকাটা করছি।
সুবর্ণা, এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, পরীক্ষা শেষে পূজার আগেই বাড়ি যাচ্ছি, তাই আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছি।
স্বজন গার্মেন্টসের মালিক ঠাকুর লাল রায় বলেন, “শিশুদের কাপড়সহ বিভিন্ন পোশাকের চাহিদা বেড়েছে। আজকের বিক্রি ভালো হয়েছে, আশা করছি সামনে আরও বাড়বে।”
তবে নরেশ চন্দ্র রায় অ্যান্ড সন্স-এর দোকানি অসীম কুমার রায় জানান, গত বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম। আবহাওয়ার কারণে অনেকেই এখনও আসতে পারেননি। তবে পূজার আগে ভালো বিক্রির আশা করছি।
এ ছাড়া শহরের ফুটপাতের দোকানগুলোতেও দেখা গেছে ক্রেতাদের ভিড়। বিক্রেতা ও ক্রেতা—উভয়ই আশাবাদী, উৎসব যত ঘনিয়ে আসবে, বাজার ততই জমজমাট হবে।





