কাপাসিয়ায় করাত কলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের তিনটি করাত কলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হকের নেতৃত্বে সদর বাজারের পাবুর রোডে অবস্থিত করাত কলে অভিযান চালানো হয়।

জানা যায়, উপজেলা সদর বাজার সংলগ্ন পাবুর রোডের সততা স’মিল, মাহিন স’মিল ও ভাই ভাই আশরাফ স’মিল—প্রত্যেকে আট হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত কিছু কাঠ ও করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কোনো স-মিল আবাসিক এরিয়ার ভিতরে চলতে পারে না। আবাসিক এরিয়া থেকে আড়াই কিলোমিটার দূরত্বে থাকতে হবে এবং তাদের লাইসেন্স করতে হবে। লাইসেন্স ছাড়া কোনো স-মিল চালানো যাবে না বলে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে যদি কেউ পুনরায় স’মিল চালায়, তাহলে আরও বড় ধরনের জেল-জরিমানা করা হবে বলে আদালত জানান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) অমিত চৌধুরী, রাজেন্দ্রপুরের ফরেস্ট অফিসার জুয়েল রানা, কাপাসিয়ার সূর্য নারায়ণপুর ফরেস্ট বিট অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক