হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে ১ লাখ ২০ হাজার টন চাল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৪ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩৮ দিনে ভারত থেকে এক লাখ ২০ হাজার টন চাল আমদানি করা হয়েছে। এতে দেশের বাজারে সব ধরনের চালের দাম ৩ থেকে ৪ টাকা পর্যন্ত কমেছে, যা বাজারে স্বস্তি দিয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হিলি স্থলবন্দর ঘুরে দেখা যায়, বন্দরের অভ্যন্তরে ভারতীয় চালবোঝাই ট্রাক সারি সারি দাঁড়িয়ে রয়েছে। এসব ট্রাকে রয়েছে স্বর্ণা-৫, সম্পা কাটারি, ৪০/৯৪ (চিকন জাত) ও রত্না জাতের চাল। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা বন্দরে এসে চালের মান যাচাই করে কিনছেন।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

প্রতিকেজি স্বর্ণা-৫ চাল বিক্রি হচ্ছে ৪৯ থেকে ৫০ টাকা, সম্পা কাটারি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৭ টাকা, ৪০/৯৪ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, “দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে আমদানি কার্যক্রম চলমান রয়েছে। দাম কম হলেও চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় বিক্রি তেমন নেই। চাহিদা বেড়ে গেলে বন্দরে থাকা চালবোঝাই ট্রাক থেকে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে।”

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, “ভারত থেকে ১২ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৩২৩টি ট্রাকে শুল্কমুক্ত এক লাখ ২০ হাজার টন চাল আমদানি হয়েছে। এসব চাল ৫০০ থেকে ৫২০ ডলারে খালাস করা হচ্ছে এবং ব্যবসায়ীরা মাত্র ২ শতাংশ অগ্রিম আয়কর দিয়ে তা বাজারজাত করছেন। দেশের বাজারে চালের চাহিদা রয়েছে, তাই হিলি কাস্টমস দ্রুত বাজারজাত করতে আমদানিকারকদের সবধরনের সহযোগিতা করছে।”