সাভারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর গড়তে ওয়েস্ট বাস্কেট বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর গড়তে সাভার পৌরসভা ‘নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ওয়েস্ট বাস্কেট বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পৌরসভা ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার পৌর প্রশাসক আবু বকর সরকার।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ে তোলা এককভাবে পৌরসভার নয়, বরং এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে শহরের পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি জনস্বাস্থ্যও সুরক্ষিত থাকবে।”
৬৩৫টি ওয়েস্ট বাস্কেট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিতরণ করা হবে।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, হিসাব রক্ষক শামসুদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে শহরের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পৌরসভা কর্তৃপক্ষ নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।