মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি: মুন্সীগঞ্জে লাজ ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা

Sanchoy Biswas
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:২০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালি পাড়া এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মেসার্স লাজ ফার্মা লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়

এ সময় মেসার্স লাজ ফার্মা লিমিটেড নামের ঔষধ ফার্মেসিতে মনিটরিং কালে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। এই অপরাধে ভোক্তা অধিকার প্রতিষ্ঠানটির ম্যানেজার নাছিম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে প্রদর্শন ও সংরক্ষণ না করার নির্দেশ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা, সদর উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের টিম।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, ঔষধ বিক্রি করা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।