কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরে গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপি এতো বড় দল যে, আসনসংখ্যার তুলনায় দশগুণ মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। স্থানীয় ও জেলা নেতাদের মতামত, জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় উদ্ভাসিত প্রার্থীদেরকেই মনোনয়ন দেওয়ার বিষয়ে দল সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে এখনো কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে। নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত।