ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলায় ১ দিনের ব্যবধানে ৩ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩ উপজেলা থেকে মাত্র ১ দিনের ব্যবধানে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও ১ জনের পরিচয় নিয়ে পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর: ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাটিহাতা কবরস্থান সংলগ্ন এলাকার পুকুরের পানিতে বস্তাবন্দী অবস্থায় কিছু ভেসে উঠতে দেখে এবং এর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে হাত-পা বাঁধা অবস্থায় ১ যুবকের মরদেহ উদ্ধার করে। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজহারুল ইসলাম দৈনিক বাংলাবাজার পত্রিকাকে বলেন, “একজন এসেছিল, তারা বলছে তার ছেলেকে পাচ্ছে না, ওইদিকেই বাড়ি তাদের… আমরা নিশ্চিত হতে পারছি না। ফেস নষ্ট হয়ে গেছে, তাই আমরা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। ফিঙ্গারপ্রিন্ট পেলেই পরিচয় নিশ্চিত হওয়া যাবে।”
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
নাসিরনগর: ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের নিকটবর্তী ধানের জমিতে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মো: জুয়েল রানা (৩৭) নাসিরনগর থানায় এই মর্মে একটি সাধারণ ডায়রি দায়ের করেন যে, ২১ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে তার বাবা মিন্নত আলী (৫৪)কে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাশ উদ্ধারের পর নিখোঁজ মিন্নত আলীর পরিবারের লোকজন নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত লাশটি মিন্নত আলীর লাশ। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ দৈনিক বাংলাবাজার পত্রিকাকে জানান, “প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কঙ্কালের সাথে ভিকটিমের পরিহিত লুঙ্গি পাওয়া গেছে, জামা পাওয়া গেছে, আবার নিজের জমি থেকেই তার লাশ উদ্ধার করা হয়েছে। তার পরও আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা ডিএনএ স্যাম্পলের প্রোফাইলও করে রাখবো।”
নবীনগর: ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিল থেকে ১ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিলে একজন যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নবীনগর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম দৈনিক বাংলাবাজার পত্রিকাকে জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা গেছে। নিহতের নাম সোহেল মিয়া পিং মজনু মিয়া, গ্রাম কাজলিয়া, ইউনিয়ন শিবপুর। এলাকাবাসী বলেছে বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে এবং তার গায়ে এ ধরনের আলামতও আছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।”
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক