গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে ২ নারীসহ নিহত ৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস-ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চার যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরও তিনজন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়
নিহতরা হলেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাইককান্দি গ্রামের মোতালেব মোল্যা (৭০) ও তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৪৫)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোতালেব মিয়া নিহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে স্ত্রী দেলোয়ারা বেগম মারা যান। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল ও রুমা বেগম মারা যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন