কুলাউড়ায় শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:০১ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে আলোচনা সভা, গুণী শিক্ষক সংবর্ধনা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সভাকক্ষে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, মহতছিন আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, সংবর্ধিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু ও অধ্যক্ষ আবুল মনছুর, গুণী প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য এবং রাবেয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

সভা শেষে উপজেলার ২ গুণী শিক্ষক—পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য ও করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালেমা আক্তার এবং অবসরপ্রাপ্তদের মধ্যে কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এমদাদুল ইসলাম, ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল মনছুর এবং মনসুর মোহাম্মাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালাল আহমদ খানসহ ৫ শিক্ষককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভা পূর্বে এক র‌্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১