ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিশেষ অভিযানে ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কসবা ও মঈনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সকাল সাড়ে ১০টায় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করা সম্ভব হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, “সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান