খাতা মূল্যায়ন শেষ, অক্টোবরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ২০২৫ এর খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। আগামী ১৮ অক্টোবরের আগেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান
তিনি জানান, দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে ফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হবে। আমরা এর আগেই ফল প্রকাশ করব। তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।”
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা: ঢাকা বোর্ড: ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী বোর্ড: ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লা বোর্ড: ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোর বোর্ড: ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রাম বোর্ড: ১ লাখ ৩৫ জন
বরিশাল বোর্ড: ৬১ হাজার ২৫ জন, সিলেট বোর্ড: ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুর বোর্ড: ১ লাখ ৩ হাজার ৮৩২ জন, ময়মনসিংহ বোর্ড: ৭৮ হাজার ২৭৩ জন
এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন, এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।
পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ১৮ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।