শিক্ষা বিস্তারে বিজিবির মহতী উদ্যোগ
রাঙামাটির দুর্গম প্রংজাং পাড়ায় স্কুলে বেঞ্চ, চেয়ার ও টেবিল প্রদান

'বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক' বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম প্রংজাং পাড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি স্কুলে চেয়ার, টেবিল ও বেঞ্চ প্রদান করা হয়েছে।
অদ্য ২০ অক্টোবর ২০২৫ তারিখে বিজিবি'র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধীনস্থ রাইক্ষ্যংপুকুরপাড়া লগ বেস ক্যাম্প কমান্ডার রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের দুর্গম প্রংজাং পাড়ায় স্থাপিত একটি বেসরকারি প্রাইমারি স্কুলে শিক্ষা সহায়ক সামগ্রী হিসেবে ০১টি চেয়ার, ০১টি টেবিল ও ২০টি বেঞ্চ প্রদান করেন। বিজিবির এই মহতী উদ্যোগের মাধ্যমে দুর্গম প্রংজাং পাড়ার শিশুরা নব উদ্যমে এবং আরও অনুকূল পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
আরও পড়ুন: রাষ্ট্র বিরোধী পোস্টে বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
এ ব্যাপারে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা বলেন, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় সর্বদাই পাশে রয়েছে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রুমা ব্যাটালিয়ন কর্তৃক এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।