ভৈরবে দাবি আদায়ে নৌপথ অবরোধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৫২ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে এবার নৌপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভৈরব বাজার লঞ্চঘাট ও কার্গোঘাটে নৌচলাচল বন্ধ থাকে। প্রায় এক ঘণ্টা নৌযান চলাচল স্থবির হয়ে পড়ে।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। সোমবারের রেল অবরোধ কর্মসূচির শেষে হঠাৎ ট্রেনের হুইসেল বাজানোয় ভীত হয়ে জনতা নিজেদের রক্ষার্থে কিছু পাথর নিক্ষেপ করে। তবে আন্দোলনকারীদের দাবি—এ ঘটনায় দায়ী স্টেশন মাস্টার এবং রেলওয়ে থানার ওসি।

আরও পড়ুন: মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু

নেতারা বলেন, “আমাদের দাবি ন্যায়সঙ্গত। মামলা দিয়ে দমন করা যাবে না। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আমরা আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

আন্দোলনকারীরা আরও ঘোষণা দেন, আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধ করা হবে। তখন সর্বাত্মক কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এদিকে অবস্থান কর্মসূচির সময়现场 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভৈরব নৌথানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি সম্পন্ন হয়েছে এবং বৃহস্পতিবার তিনমুখী অবরোধের ঘোষণা দিয়ে তা শেষ করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে ভৈরবকে দেশের ৬৫তম জেলা হিসেবে প্রজ্ঞাপন জারি হয়। তবে এখনও তা বাস্তবায়ন না হওয়ায় স্থানীয়রা পুনরায় আন্দোলনে নেমেছেন।