সড়কে অবৈধ মোটরসাইকেল পার্কিং, ট্রাফিক পুলিশের মামলা ও গাড়ি আটক
বুধবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিংয়ের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, সেলিম ট্রেড সেন্টার ও বাজার এলাকায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে।
নির্ধারিত পার্কিং এলাকা না থাকায় অনেক মোটরসাইকেল চালক রাস্তার ধারে, এমনকি ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করছেন। এতে শুধু যান চলাচল ব্যাহতই নয়, দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে রাসিকের শ্রমিকদের বিক্ষোভ-কর্মবিরতি
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল টাত ৯ টার দিকে সেলিম ট্রেড সেন্টারের সামনে ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সড়কে অবৈধভাবে পার্ক করা মোটরসাইকেলগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়।
খাগড়াছড়ি ট্রাফিক বিভাগের পরিদর্শক মুহাম্মদ সুমন জাহিদ লোভেল জানিয়েছেন, “শহরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” এমন অভিযান সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শেরপুরের বারোমারি মিশনের ফাতেমা রানীর তীর্থোৎসবের প্রস্তুতি সম্পন্ন
অন্যদিকে সাধারণ মানুষ মনে করছেন, নির্দিষ্ট পার্কিং এলাকা তৈরি করা হলে এই সমস্যা অনেকটাই কমে আসবে।





