নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১০ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কেন্দুয়া পৌরশহরের সায়মা শাহজাহান একাডেমির মাঠে অনুষ্ঠিত গণসমাবেশ ও মিছিল শেষে তিনি এ দাবি জানান।

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

দুলাল বলেন, "আমি বিগত সময়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে ছিলাম। এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। গত জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রাথমিক মনোনয়নও পেয়েছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দুয়া ও আটপাড়াবাসীর মনোবাঞ্ছা পূরণ করার স্বার্থে হলেও এবার যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন, চূড়ান্ত পর্যায়ে তা পরিবর্তন করবেন বলে বিশ্বাস করি।"

গণসমাবেশ ও মিছিলে কেন্দুয়া পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ হাজারো জনতা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ

উল্লেখ্য, এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীর নাম ঘোষণা করেছে দলটি।