জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

Sanchoy Biswas
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৩ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী ২০২৫–এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও অ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; কলেজের অধ্যক্ষ; এ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস (AJEC)-এর সভাপতি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

উপস্থিতির পর সেনাবাহিনী প্রধান AJEC পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তৃতায় তিনি ক্যাডেটদের সফলতা কামনা করেন এবং দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানের পরে প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবর্গ, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটরা এক সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

উল্লেখ্য, প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।