প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু, উত্তেজিত জনতার আগুন–গণপিটুনি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় সুরাইয়া কাজী (১০) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক শিশু—মিম কাজী (১২)। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া কাজী ওই এলাকার দেলোয়ার কাজীর মেয়ে। আহত মিম কাজী মামুন কাজীর মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির পাশের রাস্তাটি পার হওয়ার সময় বেপরোয়া প্রাইভেটকারটি দুই শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সুরাইয়া। গুরুতর আহত মিমকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় গাড়িতে থাকা ১৫–১৬ বছর বয়সী এক কিশোরকে ধরে গণপিটুনি দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির চালকসহ যাত্রীরা সবাই মাতাল অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর গাড়িতে থাকা আরও তিনজন পলায়ন করে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা গাড়িচালকসহ একজনকে আটক করে পুলিশের হাতে দিয়েছে। বাকি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ