নরসিংদীতে অর্ধকোটি টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার, আটক ১
নরসিংদীর শিবপুর হতে ভারত থেকে অবৈধভাবে আসা প্রায় অর্ধকোটি টাকার বিপুল পরিমাণ প্রসাধনী উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) সকালে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
আটককৃত ব্যক্তি শান্ত ইসলাম ওরফে রনি (৩৫)। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা। এসময় বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় তৈরি প্রসাধনী জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে উপপরিদর্শক রেজাউল ও সাদেক সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয় গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে সিলেট থেকে আসা ঢাকামুখী একটি কভার্ডভ্যান আটক করেন। এসময় কভার্ডভ্যানের ভিতরে ৬ বস্তা ২৩০৪ পিস নিভিয়া (বড়) ক্রীম, ৪ বস্তা ২৪০০ পিস নিভিয়া (ছোট) ক্রীম, ১৪ বস্তা ৩০২৪ পিস লোশন, ৮ বস্তা ৮৯৬০ পিস বেটনোভেট ক্রীম ও ১০ বস্তায় ২৪০ কেজি চা পাতা উদ্ধার সহ কভার্ডভ্যান চালককে আটক করা হয়।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
ওসি আফজাল হোসাইন জানান, ঢাকা-সিলেট মহাসড়ক হতে ঢাকামুখী একটি কভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার মূল্যের শুল্কবিহীন ভারতীয় তৈরি প্রসাধনী উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।





