ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪১ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিকল ইঞ্জিনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম।  

তিনি জানান, ইঞ্জিন উদ্ধার শেষে নতুন ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করেছে। এতে কিছু ট্রেনের শিডিউলে দেরি হলেও পর্যায়ক্রমে সব ট্রেনই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।  

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুরের সাতখামাইর এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন থেকে জ্বালানি ও মবিল ছড়িয়ে পড়তে থাকে। ইঞ্জিনে বিকট শব্দের পর ট্রেনের গতি হঠাৎ কমে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।  

পরে সন্ধ্যা ৬টার দিকে একটি উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ত্রুটিযুক্ত ইঞ্জিনটি সরানোর কাজ শুরু করে। বিকল ইঞ্জিন নিরাপদে অপসারণের পর রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয়।  

আরও পড়ুন: কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ