বগুড়ায় ১০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

Sadek Ali
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০৬ পূর্বাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

গত (৭ই ডিসেম্বর) রবিবার থেকে শহরের পৌর এডওয়ার্ড পার্কে জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে এই উদ্যোক্তা মেলা আগামী ১০ দিনের জন্য শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে মেলাটি উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।

আরও পড়ুন: নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর জেলা কার্যালয় বগুড়ার উপ-মহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, হাজরাদিঘী স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার সহকারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, নাসিব বগুড়ার সহ-সভাপতি একরামুল কবীর আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।