দেশের সংকটে সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে: নৌবাহিনী প্রধান
বাংলাদেশ সশস্ত্র বাহিনী সব সময় দেশ ও জাতির সেবায় অগ্রণী ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-এর সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা
তিনি বলেন,সশস্ত্র বাহিনী দেশের সংকটময় মুহূর্তে যেমন অতীতে পাশে ছিল, ভবিষ্যতেও তেমনি জনগণের নিরাপত্তা ও কল্যাণে কাজ করে যাবে।
বিএনসিসির ভূমিকার প্রশংসা করে নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের সংকট ও গুরুত্বপূর্ণ সময়ে তরুণ শিক্ষার্থীদের দেশসেবার আদর্শে গড়ে তুলতে বিএনসিসি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আরও পড়ুন: নরসিংদীতে শীতার্তদের মাঝে এনসিপির কম্বল বিতরণ
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মাকসুস, অ্যাসিস্ট্যান্ট চিফ অব নেভাল স্টাফ (পারসোনেল) রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





