কাশিয়ানীতে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন রোকেয়া বেগম
গোপালগঞ্জের কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এক অদম্য নারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকির সঞ্চালনায় আলোচনা সভা এবং সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সংবাদ প্রকাশের জেরে করা মিথ্যা মামলায় সাংবাদিক গাজী হানিফ মুক্ত
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ শ্লোগানে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, “নারী মানেই সক্ষম, নারী মানেই শক্তি। সুযোগ এবং সহায়ক পরিবেশ পেলে মেয়েরা শুধু নিজেদের নয়, সমাজকেও পরিবর্তন করতে পারে।” সফল জননী সম্মাননা লাভ নিঃসন্দেহে উপজেলাকে নারী সমাজকে এগিয়ে যাওয়ার জন্য আরও অনুপ্রাণিত করবে।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ কনক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, সাংবাদিক ফোরামের সভাপতি লিটন সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা
আলোচনা সভার পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এক অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। উপজেলার শ্রেষ্ঠ এক অদম্য নারী হলেন—রোকেয়া বেগম, সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী নারী, পিতা: শফিউদ্দিন মোল্লা, মাতা: আমেনা খাতুন।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে রোকেয়া বেগম বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, আমার জন্মভূমি কাশিয়ানী তথা উপজেলার মানুষের অবদানেই আজকের আমি।”





