কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৫৩ পূর্বাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দিবসের তাৎপর্য শীর্ষক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা কমলাকান্ত ভৌমিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম, লিংকন তালুকদার প্রমুখ।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষার্থীরা যুগোপযোগী ও আধুনিক রূপে গড়ে উঠে: অতিরিক্ত ডিআইজি

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, ইউআরসি ইনস্ট্রাক্টর মহিব উল্লা, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মহসিন, সমবায় কর্মকর্তা মনমোহন সিংহ, খাদ্য কর্মকর্তা সাজেদা আক্তার, সাংবাদিক মহিউদ্দিন রিপন, জুলাই যোদ্ধা শামীম আহমদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনা করেন। তাঁরা বলেন, সেদিন পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, আলোকবর্তিকা ও অগ্রযাত্রার পথপ্রদর্শক। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

আরও পড়ুন: শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় দেড় হাজার বাইকপ্রেমীদের মিলনমেলা