নেত্রকোণায় মানবিক ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে দৃঢ়প্রতিজ্ঞ পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার
নেত্রকোণা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো এখন নিত্যদিনের দায়িত্বে পরিণত হয়েছে পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফুল ইসলাম সরদারের। সততা, মানবিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যেই পৌরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।
নেত্রকোণা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই পৌরসভার সার্বিক চিত্রে এসেছে দৃশ্যমান পরিবর্তন। সরকারের উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে নতুন দৃষ্টান্ত স্থাপন করে ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছেন এই মানবিক প্রশাসক।
আরও পড়ুন: নোয়াখালীতে চর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, দু’দিন পর মিলল আরেক লাশ
পৌরসভার দপ্তরে সাধারণ মানুষের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করেছেন আরিফুল ইসলাম সরদার। কোনো ধরনের অনুমতি ছাড়াই যে কেউ তার অফিস কক্ষে প্রবেশ করে নিজের সমস্যা তুলে ধরতে পারছেন। সাধারণ মানুষ যে কোনো বিষয়ে পরামর্শ চাইলে তিনি ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তা শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধান দিয়ে থাকেন।
তার প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডও প্রশংসিত হচ্ছে সর্বত্র। ইতোমধ্যে পৌরসভার আওতাধীন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে অনুদান প্রদানসহ অসহায় মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। একই সঙ্গে পৌরসভায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন।
আরও পড়ুন: মানুষের সহযোগিতায় বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত তরকারি ব্যবসায়ী সোহেল
নেত্রকোণা পৌরসভার উচ্চমান সহকারী নন্দন কুমার দত্ত বলেন, আমাদের পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার স্যার একজন অত্যন্ত ভালো মানুষ ও জনবান্ধব কর্মকর্তা। তার কোনো তুলনা হয় না। আমি সবসময় স্যারের পাশে থেকে কাজ করছি এবং তার সাফল্য কামনা করছি।
পৌরসভার কর আদায়কারী (‘ক’ শ্রেণি) মো. কামরুল হাসান বলেন, আরিফুল ইসলাম সরদার স্যার সত্যিই একজন জনবান্ধব প্রশাসক। পৌরসভার মানুষের উন্নয়নে তিনি যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সবই গ্রহণ করছেন। একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও তিনি জনপ্রতিনিধির মতো সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছেন।
এ বিষয়ে নেত্রকোণা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, জনগণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি পৌরবাসীর জন্য কাজ করে যাচ্ছি। সরকারের ওপর অর্পিত প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালনে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানবসেবার ব্রত নিয়েই আমি এই চাকরিতে এসেছি। পৌরবাসীর জন্য যা করছি, তা আমার দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই করছি।
অন্যদিকে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশাসক আরিফুল ইসলাম সরদারের ভূয়সী প্রশংসা করে বলেন, তার মতো একজন সৎ, মানবিক ও দক্ষ প্রশাসক দীর্ঘদিন দায়িত্বে থাকলে নেত্রকোণা পৌরসভা হবে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী পৌরসভা। এতে গরিব, দুঃখী ও অসহায় মানুষের কল্যাণ নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





