শরীয়তপুরে বিএনপি, জামায়াতসহ ২৩ প্রার্থী মনোনয়ন দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে শরীয়তপুরের ৩টি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির ৩ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জনসহ মোট ২৩ জন প্রার্থী সহকারি রিটার্নিং ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
শরীয়তপুর-১ (২২১-পালং-জাজিরা) আসনে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ তোফায়েল আহমেদ, গণঅধিকার পরিষদের ফিরোজ আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোঃ আবদুর রহমান, বাংলাদেশ সুপ্রীম পার্টি নুর মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ও মোহাম্মদ গোলাম মোস্তফা।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
শরীয়তপুর-২ (২২২-নড়িয়া-ভেদেরগঞ্জ-সখিপুর) আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির জেলা সভাপতি সফিকুর রহমান কিরন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহমুদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান, মোঃ আলমগীর হোসেন, মোঃ নাসির বন্দুকচি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমরান হোসেন, গণঅধিকার পরিষদের আখতারুজ্জামান সম্রাট, জাতীয় পার্টির জসিম উদ্দীন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাছান, জনতার দলের পারভেজ মোশারফ।
শরীয়তপুর-৩ (২২৩-ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ মিয়া এবং জাতীয় পার্টির মোঃ আব্দুল হান্নান।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর জেলা রিটার্নিং অফিসার তাহসিনা বেগম জানান, সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলায় তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।





