আশুলিয়ায় জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
ঢাকার আশুলিয়ায় পৈত্রিক সূত্রে পাওয়া জমি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন মো. আহসানুল্লাহ সরকার।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. আহসানুল্লাহ সরকার আশুলিয়া থানাধীন বাইপাইল মৌজার সিএস ও এসএ ৩৩৭, আরএস ৭৮০ এবং বিআরএস ৯২০৭, ৯২১৭, ৯২১৮ ও ৯২০৪ নম্বর দাগে মোট ২৫ শতাংশ জমির বৈধ মালিক। পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ওই জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখলে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: নান্দাইলে রাতের আধারে শীতার্থদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
অভিযোগে বলা হয়, জহিদুজ্জামান (৬৫) নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ সময় অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে অভিযুক্তরা জমিতে অবৈধভাবে প্রবেশ করে জহিদুজ্জামানের নামীয় একটি সাইনবোর্ড স্থাপন করেন।
পরদিন ১ জানুয়ারি ২০২৬ সকালে লোকমারফত খবর পেয়ে জমিতে গিয়ে ওই সাইনবোর্ড দেখতে পান বলে অভিযোগ করেন আহসানুল্লাহ সরকার। তাঁর দাবি, অভিযুক্ত ও তাঁর সহযোগীরা জমিটি জোরপূর্বক দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এতে তিনি যেকোনো সময় অপূরণীয় ক্ষতির আশঙ্কা করছেন।
আরও পড়ুন: কুলাউড়ায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
অভিযোগকারী আরও জানান, ঘটনার বিষয়টি প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের অবহিত করে সমাধানের চেষ্টা করা হয়। তবে কোনো সুরাহা না হওয়ায় পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জহিদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কয়েকজন মিলে ৬ দশমিক ২৫ শতাংশ জমি কিনেছি। ওই জমির খাজনা-খারিজও করা হয়েছে। যদি তাঁর কোনো অভিযোগ থাকে, তাহলে তিনি কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে বসলে বিষয়টি পরিষ্কার হবে।’
এ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





