উলিপুর ৩ আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পূর্ণ
ছবিঃ সংগৃহীত
শুক্রবার সকাল সাড়ে দশটায় উলিপুর ৩ আসনের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাচাই কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মোট সাতজন প্রার্থীর মধ্যে বিএনপির তাসভীর উল ইসলাম,জাতীয় পার্টির আব্দুস সোবহান,ইসলামী আন্দোলনের ডা:আক্কাস আলী,গন অধিকার পরিষদের নুর-ই আলম সিদ্দিকী,খেলাফত মজলিশের প্রার্থী সহ মোট পাচজন প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন কুড়িগ্রাম জেলার মান্যবর জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
আরও পড়ুন: বগুড়ায় পুলিশের সাথে বিএনপি নেতার দুর্ব্যবহার ঘিরে সমালোচনার ঝড়
জামায়াতের ইসলামের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল সালেহীনের দ্বৈত নাগরিকত্বদের জন্য তার প্রার্থীতা বিকেল ৫টা পর্যন্ত স্থগিত করা হয়,স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের ভোটার তালিকায় ত্রুটি থাকায় তার মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়।





