মাঝ নদীতে আটকা দুটি ফেরি
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কবলে পড়ে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌপথ দৌলতদিয়া–পাটুরিয়া রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে সব ধরনের ফেরি সার্ভিস সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ সময় মাঝ পদ্মা নদীতে দুটি ফেরি আটকে রয়েছে।
বাংলাদেশ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কাপাসিয়ার কৃতিসন্তান প্রাক্তন সচিব আইয়ুবুর রহমান খানের জানাজা সম্পন্ন
তিনি জানান, পাটুরিয়া প্রান্তের তিন নম্বর ঘাটে নোঙর করে আছে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা ও ভাষা শহীদ বরকত। একই প্রান্তের চার নম্বর ঘাটে নোঙর করা রয়েছে রো-রো ফেরি শাহ পরান ও এনায়েতপুরী।
অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের সাত নম্বর ঘাটে নোঙর করে আছে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম এবং ইউটিলিটি ফেরি হাসনাহেনা।
আরও পড়ুন: সিলেট প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি মুক্তাবিস উন-নূর, সম্পাদক সিরাজ
এ ছাড়া ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মা নদীতে দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রী বোঝাই করে আটকে আছে দুটি ফেরি। এগুলো হলো— রো-রো ফেরি কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে ফেরির ব্রিজ থেকে আশপাশের নৌযান কিংবা নদীর তীরভূমি কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী চলাচল বন্ধ রাখা হয়েছে।
এজিএম আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার আশঙ্কা থাকায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত ফেরি সার্ভিস চালু করা হবে।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক সমস্যা। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।





