হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র নেতার জামিন মঞ্জুর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহদী হাসানকে জামিন দেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সকাল সোয়া ১০টার দিকে আদালত জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাহদীর আইনজীবী এম এ মজিদ।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে, জনজীবন স্থবির

গ্রেপ্তারের পর থেকেই তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। রাতভর বিক্ষোভের পাশাপাশি তারা আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। তবে আদালত রোববার সকালে তাকে হাজির করেন।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। শায়েস্তাগঞ্জ থানার পুলিশ শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে। পুলিশের অভিযোগ, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এনামুলের আটককে কেন্দ্র করে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে অবস্থান নেন। পুলিশ অভিযোগ করে, এ সময় তাদের কর্মকাণ্ডে পুলিশের কাজে বাধা দেওয়া হয়।

আরও পড়ুন: ভোলায় ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ

রোববার সকাল থেকে আদালত প্রাঙ্গণে মাহদীর মুক্তির দাবিতে বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।