শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪২ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার করিমপুরে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর মধ্যপাড়া গ্রামে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আসগর এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে মানুষ: শফিকুল আলম

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তবে তিনি দলীয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি এবং ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি উপস্থিত সকলের নিকট সাবেক প্রধানমন্ত্রী ও দেশরত্ন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন সাবেক ভিপি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূঁইয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমীন, শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, করিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ ফরিদ মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. মোক্তার হোসেন সরকার প্রমুখ।

আরও পড়ুন: হাজারো অপরাধের কথন মালার নিউ জেনারেশন ত্রাস রুবেল ভাঙ্গী ও তার গডফাদার মাসুদ ভাঙ্গী

অনুষ্ঠানের সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা মোসাঃ শামীমা ইয়াছমিন।

এই সময় ৫ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৫শ অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।