সিংগাইরে কৃষিজমি রক্ষায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

Sadek Ali
হাবিবুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের নজরদারি এড়াতে দিনের পরিবর্তে রাতের আঁধারে কৃষিজমির টপসয়েল কেটে নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সিংগাইর উপজেলার বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয়।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাটি ব্যবসায়ীরা প্রশাসনের তৎপরতা বুঝতে পেরে দিনের পরিবর্তে গভীর রাতে কৃষিজমির টপসয়েল কেটে বিক্রি করে। এমন অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে চারটি স্থানে তাৎক্ষণিকভাবে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে মাটিকাটার কাজে ব্যবহৃত তিনটি এক্সকাভেটর অকার্যকর করা হয়।

এছাড়া বায়রা ইউনিয়নে মাটি কাটার ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়ের করা মামলায় একজনকে চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার

অভিযান চলাকালে সিংগাইর থানা পুলিশ, গ্রাম পুলিশ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সচেতন জনগণ সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।