নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে জুসি ফেস্ট অনুষ্ঠিত

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ন, ০১ জুন ২০২৪ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অদ্য ১লা জুন ২০২৪ শনিবার, কৃষিতে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ব্যবসায় সুযোগ, সম্ভাবনা ও সম্প্রসারণে সচেতনতা

বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে 'নারী উদ্যোক্তা ফোরাম'-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'জুসি ফেস্ট ২০২৪'। দেশের বিভিন্ন স্থানের

আরও পড়ুন: শুরু হচ্ছে শিশু-কিশোরদের এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে সারা দিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।

আয়োজন প্রসঙ্গে নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রাফিয়া আক্তার বলেন, নারী উদ্যোক্তা ফোরাম-দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসার বাজার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ও অফলাইনে ট্রেনিংসহ সচেতনতামূলক নানাবিধ সামাজিক,

আরও পড়ুন: নারায়ণগঞ্জ রেলস্টেশনে পথশিশুদের নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব

সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে আমাদের এই 'জুসি ফেস্ট-২০২৪। রাজধানীর মিরপুর পল্লবীতে অবস্থিত সেতারা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ডাঃ আশীষ কুমার চক্রবর্তী, সদস্য, স্বাস্থ্য ও জনসংখ্যা কেন্দ্রীয় উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ব্যবস্থাপনা পরিচালক,

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা; রাসেল টি আহমেদ, প্রেসিডেন্ট, বেসিস এবং লিপি খন্দকার, ফ্যাশন ডিজাইনার, ম্যানেজিং ডিরেক্টর স্টুডিও বিবিয়ানা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা করিম, মিডিয়া বাক্তিত্ব। অনুষ্ঠানে উদ্যোক্তা পরিচিতি, উদ্যোক্তা আযাওয়ার্ড প্রদান, পণ্য প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি ছিল কৃষিভিত্তিক সেশন।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে নারী উদ্যোক্তা ফোরাম বাংলাদেশে ফেসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং বাণিজ্যিক প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে। অনলাইন ছাড়াও অফলাইন উদ্যোক্তাদের ডিজিটাইজেশনেও কাজ করছে

সংস্থাটি। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় ব্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।