ঘরে বসেই আম দিয়ে রূপচর্চা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ১০ জুন ২০২৩ | আপডেট: ৭:৫৩ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রসে ভরপুর ফলের রাজা আম খেতেও যেমন সুস্বাদু, তেমনি ত্বকচর্চায়ও এর গুরুত্ব অপরিসীম। আমে ভিটামিন এ এবং অ্যান্টি-অক্সিডেন্ট আপনার ত্বকে আনবে প্রাকৃতিক সৌন্দর্য। ঘরে বসেই পাকা আমের ফেস প্যাক মুখের ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করতে ব্যবহার করতে পারেন।

যত্নের অভাবে ত্বকের মধ্যে ধুলা, ময়লা জমার কারণে এর স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। মৃত কোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পাকা আম বেশ উপকারি। প্রথমে মুখ ধুয়ে নরম করে মুছে নিন। ১ চামচ আমের পাল্প, ২ চামচ ময়দা, ১ চামচ মধু দিয়ে প্যাক তৈরি করে মুখমণ্ডলে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিস্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ফলাফল ভালো পেতে নিয়মিত ব্যবহার করুন।

আরও পড়ুন: যেসব অভ্যাসের কারণে চুল পড়া বৃদ্ধি পায়

ব্রণ থেকে মুক্তি পেতে ১ চামচ আমের পাল্প, ২ চামচ টক দই ও ২ চামচ মধু দিয়ে প্যাকটি বানিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে নিন।

ব্ল্যাকহেডস দূর করতে ১ টেবিল চামচ করে আম, মধু, চালের আটা নিয়ে একত্রে মেশান। পরিমাণ মতো দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে হাত ভিজিয়ে চক্রাকারে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন। ভালো করে পানি দিয়ে এবার মুখ ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: শীতে চুলের বাড়তি যত্ন নিচ্ছেন তো?

ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে ২ টেবিল চামচ আমের সঙ্গে ১ টেবিল চামচ মুলতানি মাটি, ১ টেবিল চামচ টক দই ও পরিমাণ মতো গরুর দুধ মিশিয়ে প্যাকটি তৈরি হলে ২০ মিনিট ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।

গরমে চুলের সৌন্দর্য ঠিক রাখতে আমের হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে। ব্লেন্ডারের আমের পাল্পের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ব্লেন্ড করে তা চুলের দৈর্ঘ্য বরাবর প্যাকটি ব্যবহার করুন। অপেক্ষা করুন ৩০মিনিট। এবার ধুয়ে ফেলুন।

সাবধানতা

> রূপচর্চার জন্য অবশ্যই কার্বাইডমুক্ত আম বেছে নিন।

> ২০ মিনিটের বেশি আমের প্যাক ত্বকে রাখা কোনেক্রমেই ঠিক নয়।

> বাসি প্যাক কখনই ত্বকের জন্য ব্যবহার করবেন না। যখনি তৈরি করবেন প্যাক, তখনি ব্যবহার করুন।