হামজাকে নিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৫ | আপডেট: ২:২২ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত

হামজা চৌধুরীকে একনজর দেখতে বিমানবন্দরে মানুষের ছিল উপচে পড়া ভিড়। দুদিন পেরিয়ে গেলেও কমেনি উন্মাদনা। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে দিয়ে হামজাকে স্বাগত জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে হামজাকে স্বাগত জানিয়ে স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরী! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে।

মাশরাফী লেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা।

আপনি এসেই জাদুকরি কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে। আশা করব, আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে।

স্ট্যাটাসের শেষে মাশরাফী আরও লেখেন, জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলোর জন্য শুভকামনা হামজা। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।