গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৬

Sanchoy Biswas
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৮:৪৫ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫
গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ। ছবিঃ সংগৃহীত
গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ। ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ মিনিটে উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন সিইপিজেড, একের পর এক বিস্ফোরণ

নিহত কাভার্ডভ্যান চালক মো. জাহাঙ্গীর মিয়া (৩০) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বানকাটা এলাকার মো. মুক্তু মিয়ার ছেলে।

আহতরা হলেন-আসাদুল (৫৩), আবু বক্কর (৩৫), আজাদ শেখ, সোহাগ রানা, তৌহিদ হোসেন জয় (২৯), মিরাজ শেখ, টুটুল (৩৫), বিপ্লব, নাসির উদ্দীন, মুন্না (১৭), আনিছুর রহমান, সাজ্জাদ, শিপন (৪২), শাহ আলম (৩৬) শেখ হোসাইন বাপ্পি (২৮) ও ইমরান। আহতদের বাড়ি খুলনা বাগেরহাট, ফকিরহাট ও কিশোরগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

আরও পড়ুন: আরও তীব্র হয়েছে চট্টগ্রামের ইপিজেডে আগুন, আশপাশের ভবন রক্ষায় হিমশিম ফায়ার সার্ভিস

হাইওয়ে পুলিশ ও সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নোভো কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত ও ১৬ জন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা বাংলাবাজার পত্রিকা কে দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত ১৬ জনের মধ্যে গুরুতর অন্তত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।