উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা
উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের ক্যাম্পাস সংলগ্ন একটি ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি স্কুল ছুটির মুহূর্তে ভবনটিতে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ও ধোঁয়ার সৃষ্টি হয়।
দুর্ঘটনার পরপরই দমকল বাহিনীর তিনটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরও দুটি ইউনিট পথে রয়েছে। আহত বা নিহতের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য না মিললেও, প্রত্যক্ষদর্শীরা ব্যাপক হতাহতের আশঙ্কা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। সেটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি । ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি
আরও পড়ুন: কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের প্রচেষ্টা
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি তীব্র বিস্ফোরণের শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট রাস্তায় আছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।





