মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনা, বার্ন ইনস্টিটিউটে ইমার্জেন্সি হটলাইন চালু
ছবিঃ সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে।
হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭
আরও পড়ুন: ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত ১৫
দুর্ঘটনায় আহতদের দ্রুত সেবা নিশ্চিত করতে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। হটলাইনের মাধ্যমে আহতদের আত্মীয়স্বজন ও সংশ্লিষ্টরা জরুরি তথ্য ও চিকিৎসা সহায়তা পাবেন।
উল্লেখ্য, আজ দুপুরে দুর্ঘটনাটি ঘটে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। বিমান বাহিনীর পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পর পর দুইবার ভূমিকম্পের পর দেশে আফটারশকের আশঙ্কা





